কমিশনের প্রধান মহোদয়।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপ করেন কমিশনের প্রধান মহোদয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার কমিশন চাইলে যে বিষয় গুলো নিয়ে কাজ করতে পারে, সেই বিষয়ে আমাদের আইন-কানুন বিধি নিষেধকে আরো কার্যকরী ক্ষমতা বারাতে হবে। এবং কমিশনের কার্যকারিতা আরো কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে কাজ করতে হবে।তিনি আরও বলেন একই সাথে যারা মাঠ পর্যায়ে আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা কাজ করছেন সঠিকভাবে তারা যাতে কাজ করতে পারে সেসব বিষয়ে আলোচনা সুস্পষ্ট ভাবে হয়েছে। আমাদের আইন কানুনের কিছু বিধি নিষেধ আছে সেগুলো দূরীভূত করতে কমিশনকে যে অগাধ ক্ষমতা দেয়া হয়েছে এবং উচ্চ আদালতের মাধ্যমে নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে এগুলো নির্বাচনের খাতিরে তারা আইন ও বিধি-বিধানের সাথে সংযোজন ও করতে পারে।
তিনি আরও বলেন, এর আগে ক্ষমতা প্রয়োগ করার একটা অগাধ সমস্যা ছিল এই সমস্যা দূরীভূত করতে হবে আমাদের সাথে আরো আলাপ আলোচনা করতে হবে, আমরা লিখিত সুপারিশ পাবো, সেইসাথে এগুলো পর্যালোচনা করে আমাদের সুপারিশের অন্তর্ভুক্ত করার জন্য।
আর কে