ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

অনুমোদন পেল সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ

প্রকাশিত: ১৫:০৬, ২০ নভেম্বর ২০২৪

অনুমোদন পেল সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) ছবি: সংগৃহীত

খুন, গুম, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো রাজনৈতিক দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিলের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশের সংশোধনীতে অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন।

বুধবার (২০ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংশোধিত অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি সই করলে এটি অধ্যাদেশ আকারে জারি হবে।

আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল, যা অনুমোদন পেল উপদেষ্টা পরিষদের বৈঠকে। 

আর কে

×