ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কে স্থিতিশীলতা আনতে চেষ্টা করবে ভারত’

প্রকাশিত: ২৩:০১, ১৯ নভেম্বর ২০২৪

‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কে স্থিতিশীলতা আনতে চেষ্টা করবে ভারত’

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণব ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো একটি এজেন্ডায় আটকে থাকতে পারে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে স্থিতিশীলতা আনতে ভারত চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (১৭ নভেম্বর) গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে এ কথা বলেন তিনি।

প্রণয় কুমার ভার্মা বলেছেন, আমাদের সম্পর্ক কোনো একটি এজেন্ডা বা এক ইস্যুতে আটকে থাকতে পারে না। আমরা (ভারত) বিশ্বাস করি এই সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের। নিজেদের জনগণের স্বার্থে ভারত এ সম্পর্ককে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবে।

বর্তমানে বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম সীমিত বলে স্বীকার করেছেন হাইকমিশনার, তবে সেই সঙ্গে বলেছেন, আমরা এখনও এখানকার অন্য যেকোনো কূটনৈতিক মিশনের চেয়ে বেশি ভিসা ইস্যু করি।

তবে বাংলাদেশ বলছে, হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটলেও, সেগুলো ভারতে অতিরঞ্জিতভাবে সম্প্রচার করা হয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

এসআর

×