ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

টিকিটে বিশাল ছাড়, ভিসা না পেলে টাকা ফেরত

প্রকাশিত: ২২:২৮, ১৯ নভেম্বর ২০২৪

টিকিটে বিশাল ছাড়, ভিসা না পেলে টাকা ফেরত

সিঙ্গাপুর এয়ারলাইন্স

বড় ছাড়ে আগাম টিকিট বিক্রি করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আর এসব টিকিটে ঢাকা থেকে থাইল্যান্ড, মালয়েশিয়াসহ দক্ষিণ এশিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে যাওয়া যাবে।

এদিকে, এয়ারলাইন্সটির টিকিটে ছাড় পেতে ২০২৪ সালের ১৬ ডিসেম্বরের মধ্যে কাটতে হবে টিকিট। সেই টিকিটে ২০২৫ সালের ১৫ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যেকোনো দিন ভ্রমণ করা যাবে। 

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে বাংলাদেশের যাত্রীরা অল্প খরচে সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ঘুরতে যেতে পারবেন। যাত্রীরা ৩০ হাজার ৬১৩ টাকায় থাইল্যান্ডের ব্যাংকক, ৩০ হাজার ৬১৩ টাকায় ফুকেট, ৪৬ হাজার ৫১৩ টাকায় শ্রীলঙ্কার কলম্বো, ৩২ হাজার ৬৬৯ টাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুর, ৩২ হাজার টাকায় মালয়েশিয়ার পেনাং, ৪৩ হাজার ৮৪১ টাকায় ইন্দোনেশিয়ার বালি, ৪৪ হাজার ৮২৮ টাকায় ফিলিপাইনের ম্যানিলা, ৪০ হাজার ২৪৭ টাকায় সিঙ্গাপুরের রিটার্ন টিকিট কাটতে পারবেন। এছাড়াও এয়ারলাইন্সটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের ভাড়া পড়বে ১ লাখ ১ হাজার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ১ লাখ ১ হাজার ৭১৪ টাকায় রিটার্ন টিকিট পাওয়া যাবে।

এই ভাড়ায় টিকিট কাটার পর ক্যান্সেল করলে যাত্রী কোনো টাকা ফেরত পাবে না। তবে কেউ যদি তার গন্তব্য দেশের ভিসা না পান সেক্ষেত্রে তিনি টিকিটের পুরো টাকা ফেরত পাবেন। এছাড়াও টিকিটে কারো নামের পরিবর্তন কিংবা যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে না। এই টিকিটে ভ্রমণের সময় যাত্রীরা ২৫ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। বাংলাদেশের যেকোনো ব্যাংকের আন্তর্জাতিক (ডুয়েল কারেন্সি) ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়েই কাটা যাবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট।

এম হাসান

×