ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

রাতারাতি সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে চাওয়া অযৌক্তিক: আসিফ নজরুল

প্রকাশিত: ১৪:৫৩, ১৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:৫৫, ১৯ নভেম্বর ২০২৪

রাতারাতি সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে চাওয়া অযৌক্তিক: আসিফ নজরুল

রাতারাতি সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে চাওয়া সম্পূর্ণ চাওয়া অযৌক্তিক বলে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

 

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ট্রেন আটকে শিশুদের আহত করা, সাধারণ যাত্রীদের হয়রানি করা খুবই অমানবিক। সরকার যদি কঠোর হয় তবে সকলের জন্যই কঠোর হবে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সরকারের ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের কর্মসূচী হিসেবে আজ সড়ক ও রেলপথ অবরোধ থেকে সরে এসে কলেজ 'ক্লোজডাউন' কর্মসূচি পালন করছে। তবে সরকারি সিদ্ধান্ত পক্ষে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তিতুমীর ঐক্য।

শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে কলেজের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।

তানজিলা

×