ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

৪৪ তম বিসিএসে ভাইবা বাতিল: আবার হবে ভাইবা

প্রকাশিত: ০২:১৩, ১৯ নভেম্বর ২০২৪; আপডেট: ০২:১৬, ১৯ নভেম্বর ২০২৪

৪৪ তম বিসিএসে ভাইবা বাতিল: আবার হবে ভাইবা

সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৩ হাজার ৯৩০ জনের পরীক্ষা বাতিল করে আবার নতুন করে ভাইভা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ সোমবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে পিএসসি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায়  ১১ হাজার ৭৩২ জন  উত্তীর্ণ প্রার্থীর মধ্যে তিন হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু গত ২৫ আগষ্ট মৌখিক পরীক্ষা স্থগিত হয়। আর পিএসসি কমিশন গত ৮ অক্টোবর পদত্যাগ করে। ফলে তিন হাজার ৯৩০ জন প্রার্থী মৌখিক পরীক্ষা  বাতিল করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। অর্থাৎ আগামীতে নতুন সময়সূচি করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এরমধ্যে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে।অপরদিকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে নতুন করে ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।

ইসরাত

×