ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

ভার্চুয়ালি তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৩, ১৮ নভেম্বর ২০২৪

বিএনপি ক্ষমতায় এলে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ

.

 বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত আন্দোলনে আহত হয়ে পঙ্গু হওয়া ১০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
ছাত্র-জনতার আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমরা কতটুকু করতে পারব জানি না তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে ক’জন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তারা কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারেন সেটা আমরা করব।
তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে  সারাদেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে এই মানুষগুলোর নাম যাতে হারিয়ে যায় সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের আছে।
তারেক রহমান বলেন, আমরা আজকে ১০ জন মানুষকে হুইল চেয়ার দিচ্ছি। আন্দোলনের বাইরেও সামাজিকভাবে বহু মানুষ আছে যারা বিভিন্নভাবে জন্ম অবস্থায় হোক অথবা বিভিন্ন কারণে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কেউ যদি পঙ্গু হয়ে থাকেন সেই পরিবারের ওপরে এটি বেশ বোঝা হয়ে যায়। আমার ব্যক্তিগতভাবে নিজের যেটি ইচ্ছা, এসব মানুষকে সুস্থ করতে ব্যবস্থা করা। বিএনপি আগামীতে সরকার গঠন করলে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে সমগ্র দেশে সে যে শহীদ পরিবারের সদস্য হোক, সচ্ছল ও অসচ্ছল হোক রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যেসকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। যাতে সেই পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারে। এজন্য দেশের অর্থনৈতিকভাবে সচ্ছল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানাচ্ছি।
জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমরা সকলে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে আমরা যেরকম বাংলাদেশ কল্পনা করি সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।
তারেক রহমান বলেন, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমরা একেকজন মানুষ। মানুষ হিসেবে যখন পাশের কাউকে বিপদগ্রস্ত দেখি এগিয়ে আসা উচিত। আল্লাহর প্রতিটি সৃষ্টির পাশে দাঁড়ানো উচিত। কোনো পশুপাখিকেও আঘাত করা উচিত না। তাই আমি মনে করি আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না। সায়েন্স বর্তমানে অনেক এগিয়ে গেছে। যারা পা হারিয়েছেন তাদের ভবিষ্যতে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যাতে তারা হাঁটতে পারেন।
তারেক রহমান বলেন, এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন। জুলাই-আগস্টেও প্রাণ দিয়েছেন বিএনপির নেতাকর্মীসহ আরও অনেকে। বাংলাদেশের মানুষকে বলতে চাই। তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।
আলোচনা সভাশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পঙ্গুদের মাঝে হুইল চেয়ার প্রদান করেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৬ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক :  ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৬ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সোমবার বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইতালি, ডেনমার্ক নরওয়ে, জার্মানি, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

×