ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

তাদের টার্গেট ছিলো আমাকে হত্যা করা: শেখ হাসিনা

প্রকাশিত: ২২:৩৮, ১৮ নভেম্বর ২০২৪

তাদের টার্গেট ছিলো আমাকে হত্যা করা: শেখ হাসিনা

ছবি: নর্থইস্ট নিউজ

গেল ৫ ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রজনতার এক দফা দাবির প্রবল গণআন্দোলনের মুখে ছোটবোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে আত্নরক্ষা করেন।ভারতে পালিয়ে যাওয়ার সারাদেশে বিভিন্ন থানায় এখন পর্যন্ত দু’শর বেশি হত্যাসহ বিভিন্ন মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার নামে।

 

 

 

ভারতে বসেই ফোন কলে নেতাকর্মীদের একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন শেখ হাসিনা।সর্বশেষ রোববার (১৮ নভেম্বর) আবারও শেখ হাসিনার ‘কণ্ঠে’ নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।যেখানে সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশটিতে প্রতিবাদ সভার আয়োজন করলে দলটির নেতৃবৃন্দকে শেখ হাসিনা ফোন কলে বিভিন্ন পরামর্শ এবং দিক নির্দেশনা দেন।

কোটা নিয়ে এক মন্তব্যের জেরে ফোন কলে শেখ হাসিনা বলেন,এই কোটা তো আমিই বাতিল করে দিয়েছি। যেখানে কোনো কোটাই নাই, সেখানে আন্দোলনটা কিসের জন্যে ছিলো? তারপর আমাদের মন্ত্রীরা তাদের বসে, তাদের সব দাবি মানা হয়। দাবি মানার পরে আবার এক দফা। শেখ হাসিনাকে খুন করো, এই তো কথা? তাদের টার্গেট ছিলো আমাকে হত্যা করা।

তিনি আরো বলেন,শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকে টাকা নাই। ব্যাংকের টাকা উধাও। সেসব টাকা গেলো কোথায়? ২০ লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। ১ কোটি পরিবারের জন্যে টিসিবি কার্ড দিয়েছি।

 

ফুয়াদ

×