তিতুমীর কলেজের শিক্ষার্থী কর্তৃক রাজধানীর মহাখালীতে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন এবং মিরপুর সড়কে বিক্ষোভ মিছিল করে ঘটনার সাথে জড়িত প্রত্যেকের শাস্তির দাবি করা হয় একই সঙ্গে এসব কর্মসূচি থেকে এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানানো হয়েছে। তিতুমীর কলেজের আন্দোলনের সাথে সাত কলেজ শিক্ষার্থীদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে শিক্ষার্থীরা স্পষ্ট করেন।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘তিতুমীরের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’, ‘ট্রেনে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের গদিতে, আগুন জ্বালো একসাথে, ২৪ এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
মিছিল পূর্ব মানববন্ধনে ঢাকা কলেজ শিক্ষার্থী নাঈম হাওলাদার বলেন, শুধু ঢাকা কলেজই নয় বরং বাকি পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এবং জেলা ছাত্রকল্যাণ কমিটির সদস্যরাও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
ফুয়াদ