হাটহাজারীর ইসকন মন্দিরে ফরহাদ মজহার
চট্টগ্রামের হাটহাজারীর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ- ইসকনের শ্রী শ্রী পুণ্ডরীক ধাম পরিদর্শন করেছেন বিশিষ্ট চিন্তাবিদ ফরহাদ মজহার । এ সময় পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী তাকে স্বাগত জানান।
সোমবার চট্টগ্রামের হাটহাজারীর পু-রীক ধামে যান ফরহাদ মজহার। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী বর্তমানে সনাতনী সম্প্রদায়ের ৮ দাবি নিয়ে সোচ্চার। ৫ আগস্ট পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, মামলা, নির্যাতনের বিরুদ্ধে সরব রয়েছে ইসকন।
তাঁর সঙ্গে চিন্ময় কৃষ্ণের হাসোজ্জ্বল ছবি নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনা ।ফরহাদ মজহারকে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর সঙ্গে দেখে আলোচনার বড় কারণ হল ৮ নভেম্বর তিনি ইসকনের ভূমিকা নিয়ে একটি সমালোচনামূলক পোস্ট দেন ফেসবুকে। সেখানে তিনি ‘অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ঘাতমূলক কার্যকলাপের মাধ্যমে উৎখাত করা এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা কিম্বা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্যই ইসকনের সাম্প্রতিক মারমুখী রূপ দেখছি’ বলে লিখেছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ গত রবিবার সনাতনী সম্প্রদায়ের ৮ দফা আন্দোলনের বড় দুটি প্লাটফর্ম বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট একীভূত হয়ে ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’এর আত্মপ্রকাশ ঘটে।
এদিকে লালদীঘির সমাবেশের পরে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে চট্টগ্রামের এক বিএনপি নেতা কোতোয়ালী থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। পরে ওই বিএনপি নেতাকে বহিষ্কার করে বিএনপি।
তাবিব