ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হলো তারেক রহমানের বার্তা

রীনা আক্তার

প্রকাশিত: ১৭:১৪, ১৮ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হলো তারেক রহমানের বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয়সহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সোমবার মতবিনিময় করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সফরের অংশ হিসেবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 
এ সময় আগামীর রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান ও মাসুদ হোসাইন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, 'উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস-মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাঙ্খা ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তন করতে হবে। এসব বিষয়ে তারেক রহমানের বার্তা শিক্ষার্থীদের মাঝে পৌঁছাতে কাজ করছে ছাত্রদল।'
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম-আহবায়ক সাজেদুল হক সানি, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ইয়াছিন আহমেদ রাজ, যুগ্ম-আহবায়ক সাগর সরকার সহ আরও অনেকে। নেতৃবৃন্দ এ সময় শিক্ষার্থীদেরকে ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

নাহিদা

×