ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রাহায়ণ ১৪৩১

বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৩:২২, ১৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:২৫, ১৮ নভেম্বর ২০২৪

বিজয় দিবসে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহান বিজয় দিবস-২০২৪ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি বাস্তবায়নকল্পে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন বিজয় দিবস ঘিরে কোনো ধরনের নাশকতা বা নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। আর বিজয় দিবসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবেনা। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

এছাড়াও তিনি জানান, ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।

সব জায়গায় একই রঙ্গের পতাকা উত্তোলন ও গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে বলেও তিনি জানিয়েছেন। 

নাহিদা

×