ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ বিভাগের সংঘর্ষ, আহত ২০

জবি সংবাদদাতা

প্রকাশিত: ২২:৫১, ১৭ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:৫৩, ১৭ নভেম্বর ২০২৪

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ বিভাগের সংঘর্ষ, আহত ২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগীয় ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছে।  এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর করা হয়েছে বলে জানা যায়।

 

রবিবার (১৭ নভেম্বর) ইংরেজি বিভাগ ও গণিত বিভাগের মধ্যকার খেলা শেষে এ ঘটনা ঘটে। জানা যায়, ইংরেজি বিভাগ ও গণিত বিভাগের ফুটবল ম্যাচে ইংরেজি বিভাগ জিতে যাওয়ার পর তাদেরকে লক্ষ্য করে হামলা করে গণিত বিভাগের কতিপয় ছাত্র। পরে ২ পক্ষের সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়। খেলার মাঠে বিষয়টি মিটমাট হলেও বাসে আসার সময় গণিত বিভাগের কতিপয় ছাত্র লাঠি ও রড নিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে ইবরাহিম, শিপন, কলিম সহ ৬ জনকে আহত করে ও বাস ভাংচুর করে।

হামলাকারীদের মধ্যে অন্যতম হলো গণিত বিভাগের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকত, ছাত্রদলের কর্মী ১৪ ব্যাচের এনামুল হক ইহাদ, ফয়সাল ও ১৬ ব্যাচের এ এইচ হৃদয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তাজাম্মুল হক বলেন, ‘আমাদের কাছে দুই বিভাগের পক্ষ থেকে কোন অভিযোগ আসে নি। আমরা অভিযোগের অপেক্ষায় বসে আছি।

তাবিব

×