.
অন্তর্র্বর্তী সরকার ইতোমধ্যে ১০০ দিন পার করেছে। নানা প্রতিবন্ধকতার মধ্যেও সরকার লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে। অন্তর্র্বর্তী সরকার, রাজনৈতিক দল ও ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আগস্টের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়। এ সময় পুলিশ কার্যত অনুপস্থিত ছিল। এ সময় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সফল হয়েছে।
ক্ষমতা গ্রহণের তিন মাসপূর্তিতে সম্প্রতি নিজেদের বিভিন্ন কাজের অগ্রগতির প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্র্বর্তী সরকার। এতে মোটাদাগে পাঁচটি ক্ষেত্রে নিজেদের অর্জনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তা হলো-১০০ দিনের মাথায় দেখা যাচ্ছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আসা শুরু হওয়া। রিজার্ভে হাত না দিয়েই বিলিয়ন ডলারের পেমেন্ট পরিশোধ করা। রপ্তানি খাতেও সুবাতাস বওয়া। সেপ্টেম্বরে ৭ ও অক্টোবরে ২০ শতাংশের বেশি রপ্তানি আয় বাড়া। একইসঙ্গে ব্যাংকিং খাতও অনেকটা স্থিতিশীল হওয়া। অর্থনীতিকে পুনরায় গতিশীল করতে দেশের সেরা অর্থনীতিবিদদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় কাজ করেছে। সরকার মনে করে যে, ক্ষমতায় বসার প্রথম তিন মাসে তারা প্রশাসনিক ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। একইভাবে, দেশের ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি বেশ খানিকটা উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয়েছে।
এর বাইরে, সংস্কার কাজ পরিচালনায় ব্যাপকভাবে বিদেশী আর্থিক সহায়তা পাওয়া, সংস্কারের রূপরেখা ঘোষণা এবং বন্যা মোকাবিলার পাশাপাশি তৈরি পোশাকশিল্পের সংকট ও অস্থিরতা নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মোটাদাগে তিন মাসে সরকার যথেষ্ট অর্জন করেছে। তবে দ্রব্যমূল্য, প্রশাসনসহ কিছু ক্ষেত্রে যে সংকট রয়েছে, সেটি অবশ্য স্বীকার করছেন উপদেষ্টারা।
সম্প্রতি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এত কম সময়ের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয়। সরকার চেষ্টা করছে এবং ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সেটার ফল দৃশ্যমান হতে শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যেই সংকট আরও কমে আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
একই কথা জানিয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আমরা আশা করি যে, ছয় মাসের একটা টাইমফ্রেমের মধ্যে, (অর্থাৎ) আগামী তিন মাসের মধ্যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব। এ লক্ষ্যে সরকার নতুন করে আরও পুলিশ ও আনসার সদস্য নিয়োগ দিতে যাচ্ছে বলেও জানান তিনি।
অন্তর্র্বর্তী সরকার জুলাই-আগস্টের গণহত্যার তদন্তে জাতিসংঘ- নেতৃত্বাধীন একটি ফ্যাক্ট ফাইন্ডিং (তথ্য অনুসন্ধান) মিশনকে আমন্ত্রণ জানায়। এটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। মিশন আগামী মাসের শুরুতে প্রথম প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। চ্যালেঞ্জ হলো বিচারকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করা, যাতে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো এর রায় নিয়ে প্রশ্ন তুলতে না পারে, যেমনটা ২০১৩-২০১৬ সালের আইসিটি রায়গুলোর ক্ষেত্রে হয়েছিল।
অন্তর্র্বর্তী সরকার শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা অনুদান ঘোষণা করেছে, আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে এবং শহীদ পরিবারের সহায়তায় একটি তহবিল গঠন করেছে।
সরকার ১০০ দিনের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার হয়েছে। রিজার্ভে হাত না দিয়েই বিলিয়ন বিলিয়ন ডলারের আন্তর্জাতিক পেমেন্ট বাধ্যবাধকতা পূরণ করা হয়েছে। রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে সেপ্টেম্বরে চালান ৭ শতাংশ এবং অক্টোবরে ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং খাত স্থিতিশীল হয়েছে। দেশের সেরা অর্থনীতিবিদদের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে নিযুক্ত করা হয়েছে এবং তারা প্রশংসনীয় কাজ করেছেন।
এ পর্যন্ত দশটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কমিশনগুলো তাদের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই প্রতিবেদনগুলোর ভিত্তিতে ঐকমত্য তৈরি করা হবে। এরপর অন্তর্র্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। নতুন ও গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে একটি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনের পর এটি ভোটার তালিকা প্রস্তুতির কাজ শুরু করবে।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্র্বর্তী সরকার এবং তার সংস্কার উদ্যোগ প্রায় সব দেশ থেকে নজিরবিহীন সমর্থন পেয়েছে। নিউইয়র্ক ও বাকুতে অনুষ্ঠিত বছরের বৃহত্তম বৈশ্বিক সম্মেলনগুলোতে তাকে একজন রকস্টারের মতো সম্মানিত করা হয়েছে। বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সংস্থা আট বিলিয়ন ডলারের বেশি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিছু জায়গা থেকে ব্যাপক বিভ্রান্তি ছড়ানো হলেও বিশ্ববাসী সবাই সত্যটা জেনেছে এবং সত্য জয়ী হয়েছে।
অন্তর্র্বর্তী সরকার এবং এর উপদেষ্টা বা কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত দুর্নীতির কোনো প্রশ্ন ওঠেনি।
অন্তর্র্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রত্যাশা পূরণ। বিভিন্ন গোষ্ঠী দাবি নিয়ে রাস্তায় নেমেছে এবং হঠাৎ করে ক্ষোভ প্রকাশ করেছে। সরকার এ পর্যন্ত আলোচনার মাধ্যমে বিক্ষোভ মোকাবিলা করেছে। বিক্ষোভ দমন করতে খুব কমই বলপ্রয়োগ করা হয়েছে।
গার্মেন্টস খাতে অস্থিরতা দেখা দিয়েছে। রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কিছু কারখানা মালিক গা-ঢাকা দিয়েছেন, ফলে সরকারকে প্রতিদিনই সংকট মোকাবিলা করতে হয়েছে। তবে সরকার সর্বোচ্চ সংযম দেখিয়ে অস্থিরতার অবসান ঘটিয়েছে। কিছু জায়গায় এখনো সমস্যা রয়ে গেছে, তবে তা রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলতে পারেনি।
অন্তর্র্বর্তী সরকার কয়েকটি বিধ্বংসী বন্যা এবং মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে। আনসার সদস্যদের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা হয়েছে, কোনো সমস্যার সৃষ্টি হয়নি। এ ছাড়া, একটি নতুন রোহিঙ্গা সংকট এত নিঃশব্দে সামাল দেওয়া হয়েছে যে কেউই তা বুঝতে পারেনি।
অধ্যাপক ইউনূস বারবার সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন। তিনি বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে বলেছেন। তার মতে, বাংলাদেশ ভারতকে বন্ধু হিসেবে চায়, তবে সম্পর্কটি ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হতে হবে। রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের কাজ দ্রুততর করা হয়েছে, যা শরণার্থী শিবিরগুলোর ওপর চাপ কমাতে সহায়ক হবে। রোহিঙ্গা সংকট নিয়ে একটি নতুন দিকনির্দেশনা দেওয়ার জন্য জাতিসংঘ নেতৃত্বাধীন একটি নতুন সম্মেলনের আহ্বান জানিয়েছেন তিনি।
দশটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশনগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। তখন সেই রিপোর্টগুলো নিয়ে অন্তর্র্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। দেশে কী ধরনের সংস্কার প্রয়োজন, সে বিষয়ে ঐকমত্য গড়ে উঠলে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
ইতোমধ্যে আলাদাভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে। নতুন ও গ্রহণযোগ্য সিইসি ও ইসি খুঁজতে গঠন করা হয়েছে সার্চ কমিটি। নির্বাচন কমিশন গঠিত হলে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করা হবে।