স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যথাযথভাবে এবং যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তায়নে দ্রুততার সাথে করতে হবে। প্রকল্পের দীর্ঘ সূত্রিতার ফলে উন্নয়ন সহযোগিরা নেতিবাচক ধারণা পোষণ করেন,তারা আমাদের সাথে কাজের উৎসাহ হারিয়ে ফেলে। কোনো কারণে প্রকল্প বাস্তবায়নে সময় বেশী লাগলে সেক্ষেত্রে উন্নয়ন সহোযোগিদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।
আজ (বরিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্ন্তভূক্ত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় (এডিবি) তিনি এসব কথা বলেন।
১৯ টি দপ্তর সংস্থার মোট ২৩০ টি প্রকল্পের মধ্যে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ৬২টি,জিওবি অর্থায়নে ১৬৮টি প্রকল্প এবং চলমান এসব প্রকল্পে মোট বাজেট বরাদ্দ ৩৫৮০৮৮৮.০০ টাকা (লক্ষ টাকায়),জিওবি বরাদ্দ ২২৭২৪২৬.০০ টাকা (লক্ষ টাকায়),বৈদেশিক সহায়তা ১৩০৮৪৬২.০০ টাকা।
রাস্তা বা কালভার্ট এর কাজ করতে চাহিদা কিভাবে নিরুপণ করতে হয় জানতে চেয়ে তিনি বলেন, কনসালটেন্ট নিয়োগে সময়ক্ষেপন প্রকল্প বাস্তবায়নে প্রভাব পরে। কনসালটেন্ট নিয়োগে সংক্ষিপ্ত সময়ে কিভাবে করা যায় সে উদ্যোগ গ্রহণ করতে হবে।
উপদেষ্ঠা আসিফ মাহমুদ আরো বলেন,যাদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্ত বৃথা যেতে দিবো না। নতুন দেশে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আমাদের সবার চেষ্টা থাকবে মানুষের আশার প্রতিফলন ঘটাতে। এই মন্ত্রণালয়ের জনসম্পৃক্ততা বেশী দায়িত্বও বেশী। তিনি সবাইকে দায়িত্ব গুরুত্বের সাথে পালন করার আহবান জানান ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মো: নজরুল ইসলাম। এছারা মন্ত্রণালয়ের উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালক, চিফ ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
বরিবার (১৭ নভেম্বর) তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন (সিনিয়র তথ্য অফিসার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তাবিব