ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

কৃষি উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএসএইডের প্রতিনিধি দল

প্রকাশিত: ২০:৫২, ১৭ নভেম্বর ২০২৪

কৃষি উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএসএইডের প্রতিনিধি দল

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ( অব.) ও  ইউএসএইডের প্রতিনিধিদল।

আজ কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ( অব.) এর সাথে রাজধানীর সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে  ইউএসএইডের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। শুরুতে কৃষি উপদেষ্টা  প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে কৃষি উৎপাদন বৃদ্ধি, বীজ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষি পণ্যের বাজারজাতজরণ, কৃষিযান্ত্রিকী করণে কারিগরি সহযোগিতা,  জলবায়ু, গবেষণা ও রোহিঙ্গাসহ বিবিধ বিষয় আলোচনা করা হয়। 

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএসএআইডির মিশন ডিরেক্টর রিড জে এসচলিম্যান। ইউএসএইড বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের কৃষি উন্নয়নে তাদের গৃহীত প্রকল্প ও দেশের কৃষি বিষয়ে পরিকল্পনাধীন বিভিন্ন  প্রকল্প সম্পর্কে কৃষি উপদেষ্টাকে অবহতি করেন।

দেশের কৃষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সংস্থাটি কাজ করতে আগ্রহী বলে প্রতিনিধিদল জানায়। প্রতিনিধিদল জানায়, বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের কৃষি খাতে বীজ, কৃষি পণ্য বিপনন, উন্নত চাষাবাদ প্রযুক্তি বিষয়ে ধারাবাহিকভাবে সংস্থাটি কাজ করছে। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলা করে কৃষিখাত টেকসই করা, প্রশিক্ষণের মাধ্যমে কৃষিখাতে কর্মরত নারীদের আরও দক্ষ করে নারী ক্ষমতায়নে সংস্থাটি কাজ করছে বলেও সংস্থাটি জানায়।
কৃষি উপদেষ্টা বাংলাদেশে ইউএসএইডের সহযোগিতা আরও বৃদ্ধির জন্য প্রতিনিধিদলের মাধ্যম সংস্থাকে বলেন। কৃষি খাতে বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকল্প বাস্তবায়নের জন্য উপদেষ্টা সংস্থাটির প্রশংসা করেন। 

উপদেষ্টা দেশের কৃষি যান্ত্রিকীকরণে কারখানা স্থাপন, কৃষি গবেষণা ও কৃষি পণ্য রপ্তানি বাড়াতে সংস্থাটি সহযোগিতা চান। এসময় ইউএসএইড ও কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিয়াদ

×