ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের কাজ চলছে: ড. ইউনূস

প্রকাশিত: ২০:৩৮, ১৭ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:৪৪, ১৭ নভেম্বর ২০২৪

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের কাজ চলছে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রোববার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এটি জানান প্রধান উপদেষ্টা।অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দেন।ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয়।

ড. ইউনূস বলেছেন, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সে লক্ষ্যেও সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রূপরেখা পাওয়া যাবে।নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। তবে নির্বাচন সংস্কারের জন্য কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে বলেও উল্লেখ করে বলেন, কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে।তার পর থেকে নির্বাচন আয়োজন করার সব দায়িত্ব তাদের ওপর থাকবে।নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে,যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

এ বিষয়টি তথ্য ও যোগাযোগ উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানায়। তিনি তার ফেসবুকে লিখেন, “প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ চলছে।- মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।”

নাহিদা

×