বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (১৭ নভেম্বর) তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এই সময় উপদেষ্টা বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে কবে তিনি যাবেন, সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানান, খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তারেক রহমানসহ পুরো পরিবার। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও দলীয় নেত্রীর অপেক্ষায় আছেন।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।তাই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।
নাহিদা