ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

চট্টগ্রামের ১৩ জন, ৩ বিভাগে কোন উপদেষ্টা না থাকায় সারজিসের ক্ষোভ

প্রকাশিত: ০৯:২৮, ১৭ নভেম্বর ২০২৪; আপডেট: ০৯:৩১, ১৭ নভেম্বর ২০২৪

চট্টগ্রামের ১৩ জন, ৩ বিভাগে কোন উপদেষ্টা না থাকায় সারজিসের ক্ষোভ

সারজিস আলম। ছবি: সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের তালিকায় চট্টগ্রাম বিভাগের একের পর এক প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা নেওয়া হলেও, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কেউ অন্তর্ভুক্ত হয়নি। যা এসব অঞ্চলের প্রতি বৈষম্য।

শনিবার (১৬ নভেম্বর) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সারজিস আলম বলেন, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ থেকে একটিও উপদেষ্টা নেই, অথচ চট্টগ্রাম থেকে ১৩ জন। কি এসব অবস্থা? এসব বিভাজন আর অঞ্চলবৈষম্য মেনে নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যাদের বেছে নেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকেই ক্ষমতার কাছে থাকার জন্য তোষামদি করেছেন। 

চট্টগ্রাম বিভাগ থেকে অনেক উপদেষ্টা নিয়োগ প্রসঙ্গে শারমিন মুর্শিদ বলেন, এটা কোনো বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। এই এলাকায় যতখানি মেধা, শ্রম ও অর্থ দেব, তা অন্য এলাকাতেও দেব। আমাদের সমালোচনা করুন। আমরা সেগুলো শুধরিয়ে এগিয়ে যেতে চাই।

এছাড়া, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর কে

×