ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

নাব্যতা সঙ্কটে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ 

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ০৪:৪১, ১৭ নভেম্বর ২০২৪; আপডেট: ০৪:৪৪, ১৭ নভেম্বর ২০২৪

নাব্যতা সঙ্কটে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ 

নাব্যতা সংকটের কারণে আরিচা-কাজিরহাট নৌপথে আবারও  ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। নৌ দুর্ঘটনা এড়াতে গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো এ রুটে  ফেরি চলাচল বন্ধ হল। 

 

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয় সুত্রে জানা যায়, নির্ধারিত চ্যানেলে পর্যাপ্ত পানি না থাকায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আরিচা ঘাটের মুখে এপ্রোচ চ্যানেলে পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় ফেরি চলাচলে বাঁধা সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই বিআইডব্লিউটিসি এমন সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, নির্ধারিত চ্যানেলের নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এ সংস্থার নিজস্ব শক্তিশালী ৬টি ড্রেজার পলি অপসারনে কাজ করলেও চ্যানেলে পলি জমছে।

ড্রেজিং ইউনিটের প্রকৌশলী বিভাগের কর্মকর্তারা বলছেন, নদীতে অব্যাহত পানি হ্রাস ও তলদেশে শ্রোতের মাত্রা তীব্র থাকায় চ্যানেলে সহসায় পলি জমছে। যা অপসারণে অব্যাহত চেস্টা চলছে। তবে, চ্যানেল স্বাভাবিক করতে কত সময়ে লাগবে এর কোন সঠিক উত্তর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

তাবিব

×