দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান
গোপনে দেশ ত্যাগের সময় গ্রেপ্তার করা হয়েছে দেশ টিভির ব্যব্স্থাপনা পরিচালক আরিফ হাসানকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, শনিবার রাতে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল।
তবে অপর একটি সূত্র বলছে, তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পতিত সরকারকে সমর্থন এবং আন্দোলনকারীদের হত্যায় মদদ দেয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিবি।রাতে তাকে গ্রেপ্তারের পরে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেয়া হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির মহাসচিব পদেও দায়িত্ব পালন করছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান সাংবাদিকদের বলেন, আরিফ হাসানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে বিমানবন্দর থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত ১৯ জুলাই রুজু হয়েছিলো বলেও জানান তিনি।
তাবিব