ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমছে ৫ টাকা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ১৬ নভেম্বর ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমছে ৫ টাকা

পাঁচ টাকা কমিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেল চালিত বাস ভাড়া ৫০ টাকা করা হয়েছে। এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ ভাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এ ঘোষণার পর রোববারের অর্ধবেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

জেলা প্রশাসক বলেন, 'ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫০ টাকা এবং এসি বাসের ভাড়া ৭০ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, প্রতিটি বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এ ভাড়া সোমবার থেকে কার্যকর করা হবে।'

তিনি আরও বলেন, ২০২৪ এর এপ্রিলে ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সে সময় ভাড়া ৫৩ টাকা হয়েছিল কিন্তু বাস মালিকরা ৫৫ টাকা নিয়েছে। এ বিষয়ে অনেকের দাবি ছিলো ভাড়া ৪৫ টাকা করা হোক। এ জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা একটি কমিটি করে দেই। তারা দীর্ঘদিন এ বিষয়ে কাজ করছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকদের সাথে কথা বলেছে। আগে বাসগুলো শাপলাচত্বর হয়ে বাইতুল মোকাররম আসতো। কিন্তু ফ্লাইওভার হবার পর এটা আর করতে হয় না। তাই সকলের দাবির প্রতি শ্রদ্ধা রেখে, শহরের যে কোনো পয়েন্ট থেকে বাস ভাড়া ৫০ টাকা নির্ধারণ করে দিয়েছি। আজই এ ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ে বাস ভাড়া কমানো নিয়ে সভা হয়েছে। সেখানে আমাদের দাবি ছিল ৪৫ টাকা। কিন্তু আলোচনার পর আমাদের অনেকাংশ দাবি বাস্তবায়ন করে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে হাফ ভাড়ার প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। আমরা আপাতত হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। বাস মালিকদের সঙ্গে আমাদের কোন বিরোধ নাই।

এর আগে ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাস ভাড়া কমানোর দাবিতে টানা ৯ দিনের কর্মসূচির ঘোষণা করেছিল তারা। বাস ভাড়া কমানোর দাবিতে সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, সমাবেশ ও মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করে। দাবি মানা না হলে সবশেষ ১৭ নভেম্বর অর্ধদিবস হরতালেরও ঘোষণা দেওয়া হয়েছিল।

এমএম

×