ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতার জন্য ত্যাগ পৃথিবীর মানুষকে লড়াইয়ে অনুপ্রেরণা দেবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩, ১৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:০০, ১৬ নভেম্বর ২০২৪

বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতার জন্য ত্যাগ পৃথিবীর মানুষকে লড়াইয়ে অনুপ্রেরণা দেবে

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করছেন উপদেষ্টা ফারুক-ই আজম

রাজধানী আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক।

 

আজ শনিবার (১৬ নভেম্বর) ১৯৭১ সালের মুক্তি  সংগ্ৰামের সাহসী কাহিনী, তথ্যচিত্র, আলোকচিত্র এবং ইতিহাসের নানান স্মারকের সমন্বয়ে গড়ে উঠে এই জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন তিনি। 

পরিদর্শনের শুরুতেই উপদেষ্টা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘প্রজ্জ্বলিত শিখা চির অম্লান’-এ পুস্পাঞ্জলী অপর্ন করেন এবং কিছু সময় দাঁড়িয়ে তিনি শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  পরিদর্শন শেষে উপদেষ্টা জাদুঘরের মন্তব্য বইয়ে তিনি মন্তব্যও লেখেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরকে বাংলাদেশের মানুষের সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বাধীনতা লাভের প্রতীক হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমি বিশ্বাস করি বাঙালি জাতির ভাষা ও স্বাধীনতার জন্য ত্যাগ সারা পৃথিবীর মানুষকে স্বাধীনতা এবং গণতন্ত্র আদায়ের লড়াইয়ের জন্য অনুপ্রেরণা দেবে।’

এসময় জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক, ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের ও জাদুঘরের ঊর্ধ্বতন  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএম

×