ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রাহায়ণ ১৪৩১

জাহাঙ্গীরনগর আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ: হাসনাত

প্রকাশিত: ১১:৩৮, ১৬ নভেম্বর ২০২৪; আপডেট: ১১:৪০, ১৬ নভেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,‘আজকে স্বাধীন বাংলাদেশের আমরা নিজের মতো করে ‘ট্যাগের’ ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ। আমরা এখান থেকে হাসিনাকে উৎখাত করেছি। আমরা সারা-দিন ঝগড়া করব, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে, তখন সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেব।’

 

শুক্রবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে হাসনাত একথা বলেন । 

তিনি আরো বলেন,শেখ হাসিনা যদি দেশে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে তাঁকে অতিথি পাখির মতো রাশিয়ার আরেক প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে।’

ফুয়াদ

×