ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ১৫ নভেম্বর ২০২৪; আপডেট: ২২:৪২, ১৫ নভেম্বর ২০২৪

জনকল্যাণমুখী কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না : আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জনকল্যাণমূলক কাজে আমলাতান্ত্রিক জটিলতা রাখা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তিন মাস পূর্তি উপলক্ষে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরদের বের করে দক্ষ লোকদের নিয়োগ দেওয়ার কাজ করা হচ্ছে। এছাড়াও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে। 

উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির পরিবর্তন হয়েছে। দেশের একটা বড় জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র কাঠামোতে বৈষম্য বিলোপের জন্য জীবন দিয়েছে তাদের আত্মত্যাগ কে জাতি শ্রদ্ধার সাথে  স্মরণ করে।

এমএম

×