ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবে না: জামায়াত আমির

প্রকাশিত: ২০:০৩, ১৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবে না: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশে নারীদের বাদ দিয়ে কিছু হবে না। নারীরা আত্মমর্যাদার সঙ্গে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ করবে। একজন পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে নারীদের জন্য ৬ ঘণ্টা কাজ করার সুযোগ দেওয়া উচিত, যাতে কাজের পাশাপাশি তারা তাদের পরিবার গঠন ও সন্তানের যত্ন নিতে পার

 

 

 

 

বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “প্রবাসীরা দেশে এসে ব্যবসায় বিনিয়োগ করলে আমরা পাশে থাকবো। এ ক্ষেত্রে যত সমস্যা রয়েছে তা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।”

তিনি বলেন, “আমরা তারুণ্য সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে তরুণরাই সাহসের সঙ্গে আপসহীনভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরিবের বউ সবার ভাবি’ এমন আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা কারও ভাবি হবো না, এই স্টিগ্মা থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসতে চাই।”

 

ফুয়াদ

×