খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার
আগামী ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ লক্ষ মেট্রিকটন, আতপচাল ১ লক্ষ মেট্রিকটন এবং ধান সাড়ে তিন লক্ষ মেট্রিকটন। প্রতি কেজি চালের দাম ৪৭ টাকা , আতপচাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদপ্তরের এক সভায় এসব তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি জানান, এ বছর উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। ধান মজুদের ধারণ ক্ষমতাও সন্তোষজনক পর্যায়ে আছে। আমদানি বিষয়ে উপদেষ্টা বলেন, কিছু খাদ্য আমদানি প্রক্রিয়াধীন। দেড় লক্ষ টন খাদ্য আমদানির জন্য এরইমধ্যে এলসি খোলা হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম আপাতত স্থিতিশীল রয়েছে।
আমন ধান বাজারে আসলে দাম ধীরে ধীরে কমবে বলেও আশা প্রকাশ করেন আলী ইমাম মজুমদার। কৃষক যাতে ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
শহিদ