প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান জানিয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পঙ্গু ও অন্ধদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাদের কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) বিকেলে সচিবালয়ে তিনি জানান, আহতদের একটি ইউনিক আইডি কার্ড থাকবে, সারা জীবন তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।
অন্যদিকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অভ্যুত্থানে আহতরা এখনও হাসপাতালের বিছানায় পড়ে আছেন। অথচ রাজনৈতিক দলগুলো নির্বাচন দেওয়ার কথা বলছেন।আহতদের পাশে কেবল সরকার নয়, রাজনৈতিক দলগুলোরও থাকার দায়িত্ব রয়েছে বলে জানান তিনি।
ফুয়াদ