ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো
জাতীয় সংসদের নির্বাচন নিয়ে দেশের সর্বত্র এখন চলছে আলোচনা। রাজনৈতিক দল চাইছে দ্রুত সময়ে নির্বাচন হোক। আবার কেউ চাইছে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী কাঠামো ঠিক করে এরপর নির্বাচন আয়োজন করা হোক।
কবে কখন নির্বাচন আয়োজন করা হবে তা নিয়ে বার্তা সংস্থা এএফপির সঙ্গে গতকাল বুধবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রফেসর ইউনূস বলেছেন, নির্বাচনের আগে সংস্কার করা হবে। যত দ্রুত সংস্কার শেষ হবে তত তাড়াতাড়ি নির্বাচন হবে। সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত সময়ে নির্বাচন হবে।
জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৯ এ অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে বার্তাসংস্থা এএফপির সঙ্গে কথা বলেন তিনি।
প্রফেসর ইউনূস জানিয়েছেন, শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নিয়ে তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশকে গণতান্ত্রিক দেশের দিকে নিয়ে যাবেন। সেই কথা তিনি রাখবেন। ড. ইউনূস বলেন, এটি একটি ওয়াদা, আমরা এই ওয়াদা করেছিলাম যে যত দ্রুত নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হব, আমরা নির্বাচন দেব। যেন নির্বাচিতরা ক্ষমতা নিতে এবং দেশ চালাতে পারে।
তিনি জানিয়েছেন, সংবিধান, সরকারের গঠন, সংসদ এবং নির্বাচনী আইনে যেসব প্রয়োজনীয় সংস্কার আনা হবে সেগুলোতে সবার দ্রুত সময়ের মধ্যে একমত হতে হবে। যেন তারা দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে পারেন।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতা ড. ইউনূসকে সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার পক্ষে মত দেয়।
সূত্র: এএফপি।
এসআর