ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শাহজালালে বহুল প্রতীক্ষিত “প্রবাসী লাউঞ্জ” চালু হচ্ছে আজ

প্রকাশিত: ১৩:০৭, ১৪ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:০৮, ১৪ নভেম্বর ২০২৪

শাহজালালে বহুল প্রতীক্ষিত “প্রবাসী লাউঞ্জ” চালু হচ্ছে আজ

হজরত শাহ জালাল আন্তক্জাতিক বিমানবন্দরে বহুল প্রতীক্ষিত “প্রবাসী লাউঞ্জ” চালু হচ্ছে আজ সন্ধ্যায়। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আজারবাইজান থেকে ফেরার সময বিমানবন্দরে এটির উদ্বোধন করবেন বলে জানা গেছে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি । 

আজ ১৪ই নভেম্বর বৃহষ্পতিবার বিষয়টি নিশ্চিত করেন,বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন , আপাতত এক সঙ্গে পাচ শতাধিক অতিথি একত্রে বসার সুযোগ থাকছে ! সামনে এটা আরো বৃদ্বি করা হবে । সন্মানিত বিদেশগামী যাত্রীদের সাথে আসা দর্শকরাই এখানে অপেক্ষা করার অধিকারী হবেন।তাদেরকে স্বল্পমূলে স্ন্যাকস জাতীয় হাল্কা খাবার পরিবেশনের সুব্যবস্থা রযেছে । এ লাউঞ্জ চালু হলে বিমানবন্দরে আগত দর্শনার্থীদের আর কোন ভোগান্তি থাকবেনা । দিবারাত্রী চব্বিশ ঘন্টা এ সেবা নিশ্চিত করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানান,প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ফিরে আসার পর আজ সন্ধ্যায়  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য সুপরিসর যাত্রী লাউঞ্জের অনুষ্ঠানটির উদ্বোধন করতে যাচ্ছেন। 

তিনি আরো বলেন, বেসামরিক বিমান চলাচল  কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন  ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায়  আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা করেছে। নতুন লাউঞ্জটিতে সুযোগ-সুবিধা হিসাবে থাকছে  নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি-কেয়ার রুম, নারী-পুরুষের উভয়ের ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া।

তিনি আরো বলেন, সকল প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের  উদ্যেশ্যে আমাদের এ উদ্যোগ নিবেদিত।নব উদ্যোগে  আমাদের প্রিয় যাত্রীদের সেবা করতে পেরে আমরা গর্বিত।সম্মানিত যাত্রীগণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

ফুয়াদ

×