জীবন বীমা করপোরেশন
একমাত্র রাষ্ট্রীয় জীবনবিমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের এক বিমা পরিকল্পের (পলিসি) নাম ছিল ‘বঙ্গবন্ধু সর্বজনীন পেনশন বিমা (লাভসহ)’। ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশিসহ পেশাজীবীদের জন্য মুজিব বর্ষ উপলক্ষে এটি চালু করা হয় তিন বছর আগে। বয়স্ক মানুষের অবসরজীবন নিরুদ্বেগ, সচ্ছল ও শান্তিময় করার লক্ষ্যে বঙ্গবন্ধু পেনশন বিমা পলিসি (লাভসহ) চালু করা হয় বলে জীবন বীমা করপোরেশন বলেছিল।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পলিসিটির নাম বদলে ফেলে জীবন বীমা করপোরেশন। এর নাম রাখা হয় ‘মেয়াদি সুবিধাযুক্ত পেনশন বিমা’। পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মেয়াদ শেষে যাঁরা মাসিক পেনশন পেতে চান, তাঁদের জন্যই এ পলিসি।
আর কে