ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য আলী আজম

প্রকাশিত: ০১:০৭, ১৪ নভেম্বর ২০২৪

গ্রেপ্তার হলেন সাবেক সংসদ সদস্য আলী আজম

গ্রেফতার আলী আজম মুকুল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি সাবেক এমপি আলী আজম মুকুল। 

 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘র‍্যাব তাকে গ্রেফতার করেছে বলে জেনেছি। তিনি এখন মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে আছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা জানি না। তার বিরুদ্ধে দৌলতখান থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।’ 

এদিকে, সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল গ্রেফতার হওয়ার খবরে তার নির্বাচনি এলাকা দৌলতখানে আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম পারিবারিকভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। 

ইসরাত

×