ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অবৈধভাবে আমদানিকৃত  BMW 7 SERIES গাড়ি আটক

 স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৪৪, ১৩ নভেম্বর ২০২৪

অবৈধভাবে আমদানিকৃত  BMW 7 SERIES গাড়ি আটক

Brand New BMW car

কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের একটি নিবারক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় অভিযান পরিচালনা করে Brand New BMW 7 Series, মডেল: 740 E আটক করা হয়

বুধবার (১৩ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।

কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর কর্তৃক আমদানিকৃত গাড়িটির দলিলাদি যাচাইয়ান্তে দেখা যায়, আমদানিকারক NAGOYA CORPORATION, 546, SK, Mujib Road, Dewanhat, Chittagong কর্তৃক বি/-৬০৮৭৪৩, তারিখ: ০৩/০৫/২০২০ খ্রিঃ এর মাধ্যমে Brand New BMW 5 Series, মডেল: 530 E গাড়িটি কাস্টমস হাউস, চট্টগ্রাম দিয়ে ছাড়করণ করা হয়

আমদানিকারক কর্তৃক Brand New BMW 5 Series, মডেল: 530 E এর পরিবর্তে মিথ্যা ঘোষণা দলিলাদি জালিয়াতি করে Brand New BMW 7 Series, মডেল: 740 E এর গাড়ি আমদানি করা হয়েছে মর্মে দপ্তরের নিকট গোপন সংবাদ আসে

পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে দপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় অতিরিক্ত মহাপরিচালক  আমদানিকৃত Brand New BMW 7 Series মডেল: 740 E মডেলের গাড়িটি মেসার্স মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা হতে সার্ভিসিংরত অবস্থায় আটক করা হয়; যার রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো--১৪-১৭৪৫, Chasis no: WBA7D02080B072243 গাড়িটি আটকপূর্বক কাস্টমস হাউস, ঢাকা এর শুল্ক গুদামে জমা প্রদান করা হয়েছে

আমদানিকৃত গাড়িটি মূলত মিথ্যা ঘোষণায় দলিলাদি জালিয়াতি করে Under Invoicing এর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে কাস্টমস হাউস, চট্টগ্রাম দিয়ে আমদানিপূর্বক ছাড়করণ করা হয়েছে, যা কাস্টমস আইন, ২০২৩ এর সেকশন ১৮, ৩৩, ৯০, ১২৬ এর আইনের লঙ্ঘন এবং একই আইনের (২৪) অনুসারে চোরাচালান হিসেবে গণ্য হওয়ার অপরাধ সংঘঠিত হয়েছে

শুল্ক ফাঁকি দলিলাদি জালিয়াতি করে Brand New BMW 5 Series, মডেল: 530 E এর পরিবর্তে মিথ্যা ঘোষণা দলিলাদি জালিয়াতি করে Brand New BMW 7 Series, মডেল: 740 E গাড়ি আনয়ন করায় আটককৃত গাড়িটির বিষয়ে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে

আজাদ/শহিদ

×