অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগের সরকারের নৈরাজ্যের কারণে বাজারে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দ্রব্যের দাম কমতে সময় লাগবে। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের অনেক বকেয়া ছিল। অন্তর্বর্তী সরকারকে সেগুলোর কিস্তি শোধ করতে হচ্ছে। এরইমধ্যে সার ও গম আমদানির সিদ্ধান্ত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলএনজি আমদানির অনুমোদনও দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ইবতেদায়ী ও কারিগরি বোর্ডের বই ছাপানোর জন্য অনুমতি দেয়া হয়েছে। আশা করছি জানুযারিতে বই বিতরণ করা যাবে।
ইসরাত