ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জনকণ্ঠে সংবাদ প্রকাশ , বিতর্কিত শিক্ষা কর্মকর্তাকে তাহিরপুর থেকে বদলি

নিজস্ব সংবাদদাতা , তাহিরপুর , সুনামগঞ্জ

প্রকাশিত: ১২:০৭, ১৩ নভেম্বর ২০২৪; আপডেট: ১৩:২৬, ১৩ নভেম্বর ২০২৪

জনকণ্ঠে সংবাদ প্রকাশ , বিতর্কিত শিক্ষা কর্মকর্তাকে তাহিরপুর থেকে বদলি

বিতর্কিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান

দুর্নীতি-অনিয়মের অভিযোগসহ নানা কারণে বিতর্কিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। গত ৭ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

 

আদেশে বলা হয়,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার আওতাধীন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমানকে 
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে আগামী ১৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল যোগদানের নির্দেশ দেওয়া হয়। 

২০১৭ সালে মিজানুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে তাহিরপুরে যোগদান করেন। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থাকার সুবাধে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-কর্মচারীর সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে তোলেন এই শিক্ষা কর্মকর্তা। তাছাড়া শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নৈশপ্রহরী নিয়োগ, তাদের বেতন-ভাতা প্রদান ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়ন প্রকল্পসহ সংলিষ্ট এমন কোনো কাজ নেই যেখানে তিনি অনিয়মে জড়াননি। বিষয়টি নিয়ে জনকণ্ঠ পত্রিকায় ‘তাহিরপুরের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

 

বদলির আদেশের বিষয়টি নিশ্চিত হতে আজ সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে কল করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেছেন।

×