ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেলের বাবার ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি!

প্রকাশিত: ২১:১৩, ১২ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:১৩, ১২ নভেম্বর ২০২৪

হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেলের বাবার ফেসবুক আইডি হ্যাক করে টাকা দাবি!

মাওলানা ইসাহাক

হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মেজাহেদুল ইসলাম শাহিনের বাবা ও বাউফল উপজেলা জামায়েতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইসাহাকের"এমডি ইসাহাক মিয়া " নামের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। আইডিটি খোলার পর তিনি কখনোই এটি পরিচালনা করেননি। তোর ছোট ছেলের স্ত্রী কোন এক সময় আইডিটি খুলে দেন।
 
কিছু দিন হয় তার ওই আইডির মেসেঞ্জার থেকে বিভিন্ন পরিচিতজনদের কাছে টাকা চাওয়া হচ্ছে। যা তার নজরে আসার পর তার ছেলে হাইকোর্টের সহকারী এ্যাটর্নী জেনারেল মোজাহেদুল ইসলাম শাহিনকে অবহিত করেন।
 
এরপর সহকারী জেনারেল তার ভেরিফায়েট ফেসবুক আইডি থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) ওই আইডির একটি স্কিনশর্ট পোস্ট করে লেখা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমার পিতার নামে ফেসবুক মেসেঞ্জার থেকে টাকা  চাচ্ছে, আপনারা  কেউ লেনদেন করবেননা। এরা প্রত্যারক।’
 
সহকারী অ্যাটর্নি জেনারেল মোজাহেদুল ইসলাম শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানার জিডি করে পুলিশের সাইবার শাখার সহযোগিতা চাওয়া হবে।

এসইউ

×