নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। ছবি: সংগৃহীত
নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য বিএনপি-জামায়াতসহ ২২টি রাজনৈতিক দল ও জোটের মতামত চাওয়া হয়েছে। দল ও জোটগুলোকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে এ ব্যাপারে নিজেদের মতামত জানানোর অনুরোধ করে চিঠি দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা আইন-কানুন গভীরভাবে পর্যালোচনা করছি। ১৭-১৮টি মিটিং করেছি। আমাদের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা কিছু মতামত পেয়েছি। গণমাধ্যমের মতামতও নেবো। তবে, দলগুলোর সঙ্গে সংলাপের দরকার নেই বলে মনে করেন তিনি।
তবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের কাছ থেকে মতামত নেওয়া হবে না। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,কোন কোন দলের কাছ থেকে মতামত চাওয়া হবে, সে বিষয়ে ওই কমিশনকে সরকারের দিক থেকে একধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এখন নির্বাচন কমিশনে আওয়ামী লীগসহ ৪৮টি রাজনৈতিক দল নিবন্ধিত আছে। নিবন্ধিত সব দলকে চিঠি দেওয়া হচ্ছে না। আবার নিবন্ধিত নয়, এমন কোনো কোনো দলও চিঠি পাবে। অবশ্য চাইলে এর বাইরে যেকোনো দল, সংগঠন বা ব্যক্তি সংস্কার বিষয়ে তাদের মতামত বা প্রস্তাব দিতে পারবে। ডিজিটাল মাধ্যমে সবার মতামত ও প্রস্তাব দেওয়ার সুযোগ আছে।
আর কে