বিভিন্ন দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করে পোষাক শ্রমিকরা
বাৎসরিক হাজিরা বোনাস, নাস্তার বিল ও সার্ভিস বেনিফিট নির্দিষ্ট সময় প্রদানসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পিএম নিট কারখানা শ্রমিকরা।
আজ রবিবার (১০ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বেশ ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
আন্দোলনরত শ্রমিকরা প্রতি মাসের বেতন সাত তারিখের মধ্যে পরিশোধ, বাৎসরিক হাজিরা বোনাস, নাস্তার বিল প্রদান, সার্ভিস বেনিফিট নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের দাবিতে প্রথমে কর্মবিরতি পালন করে। পরে শিমরাইল-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
খবর পেয়ে পুলিশসহ যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যৌথবাহিনী উদ্যোগে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। মালিক পক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানায়, অর্জিত ছুটি ও নাস্তার বিল প্রদানসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ সৃষ্টি করে। এসময় শ্রমিকরা বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিল। সন্ধ্যা ৬ টার পর শ্রমিকদের কারখানায় ফিরিয়ে নিয়ে পুলিশ ও সেনবাহিনীর উপস্থিতিতে মালিক ও শ্রমিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়।
এমএম