ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

দেখা না দিলে বন্ধু, কথা কইও না!

প্রকাশিত: ১১:৩৯, ১০ নভেম্বর ২০২৪

দেখা না দিলে বন্ধু, কথা কইও না!

হাসনাত আব্দুল্লাহ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে।  রবিবার গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি। 

এদিকে, আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার  দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরোপয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে। 

এরই পরিপ্রেক্ষিতে,  রবিবার এক ফেসবুক লাইভে আওয়ামীলীগের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন 'দেখা না দিলে বন্ধু কথা কইয়ো না।'

তিনি আরও বলেন, "কিছুদিন আগে বিএনপিকে যখন দেশে ঢুকতে দেয়া হতো না তখন বিএনপির উদ্দেশ্যে মজা করে এসব কথা বলতো আওয়ামীলীগ৷ এখন নিজেরাই বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা একবার দেখা দেন। দেশের মানুষ আপনাদের প্রতিহত করতে প্রস্তুত।" 


এছাড়াও ওই লাইভে তিনি ছাত্রলীগ ও মুজিববাূে বিশ্বাসীূপর বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিকভাবে দেউলিয়া বলে আখ্যায়িত করেছেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন আপনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। তাই আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা পালাবো না।"

বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতের ভিন্নতা নিয়ে তিনি বলেন, "রাজনৈতিক মতাদর্শে আলাদা হলেও 'আপা নিধন' কর্মসূচীতে আমরা সবাই এক।" 

আওয়ামীলীগের 'ট্রাম্প' কার্ড ইস্যু নিয়ে হাসনাত বলেন, "আমেরিকা এসে ক্ষমতা দিবে না। এদেশের মানুষ দেশ স্বাধীন করেছে ইতিবাচক সংস্কারের জন্য। সুতরাং পূর্বের ফ্যাসিবাদ সংস্কৃতি আর কখনোই ক্ষমতায় আসবে না।"

ইসরাত

×