কলাপাড়ায় ভূমিহীনদের বরাদ্দ দেয়া ঘর।
কলাপাড়ায় মুজিব শতবর্ষের ভূমিহীনদের বরাদ্দ দেয়া ঘর বিক্রি, ভাড়া হস্তান্তর চলছে সমানতালে। কলাপাড়ার লতাচাপলীতে মুজিব শতবর্ষের আশ্রায়ন প্রকল্পের ঘর বিক্রি হচ্ছে মোটা অংকের টাকায়। ঘর বরাদ্দ পাওয়ার সাত মাসের মাথায় অনেকে বিক্রি করে চলে গেছেন নিজ বসত বাড়িতে। কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া-ফাসিপাড়া আশ্রায়ন প্রকল্পের চারটি ঘর ইতিমধ্যে বিক্রি হয়েছে। বিক্রির দেন দরবার চলছে আরো কয়েকটির। প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের না দিয়ে বরাদ্দ দেওয়া হয়েছিলো ধনীদের এমন অভিযোগ আশ্রয়নবাসীর।
জানা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া ও ফাঁসিপাড়া গ্রামে নির্মাণ করা হয় ৬৪টি ঘর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মো: হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে চলতি বছরের মার্চের মাঝামাঝি নির্মাণ কাজ শেষ হয়। প্রতিটি ঘরে ২ লক্ষ ৮৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। ঘরগুলো গত ২১ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এরপর লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার ভূমিহীন ও গৃহীনদের বসবাসের জন্য ঘরগুলো হাস্তান্তর করার কথা ছিল। কিন্তু বেশ কিছু ঘর বরাদ্দ পেয়েছে ধনীরা। ইতোমধ্যে অনেকে বরাদ্দ পাওয়া ঘর বিক্রি করেছেন।
জানা যায়, আশ্রয়ন প্রকল্পের ৩৭ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন নুরুন্নাহার বেগম। তিনি স্থানীয় বাসিন্দা মো: হানিফের নিকট ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। ৪১ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন মো: নূর হোসেন। এলাকার অসহায় মো: সুমন মিয়ার কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করেছেন। ৫১ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন মোসা: ছনিয়া বেগম। তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছেন জহিরুল ইসলাম।
৫৩ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন শহীদ ফকির। তিনি ১লাখ টাকায় বিক্রি করেছেন আশাদুল বেপারীর কাছে ।
১১ নম্বর ঘর আ: ছালাম বরাদ্দ পেয়ে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মোস্তফা গাজী মেয়ে মোসা: ফেরদৌসী বেগমের নিকট ভাড়া দেওয়ার অভিযোগ করেছেন অন্য বাসিন্দারা। তবে ফেরদৌসী বেগম ভাড়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ঘরের মালিক আ: ছালাম ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বাড়িতে গেছেন। পরীক্ষা শেষ হলে আবার এসে বসবাস করবেন। আপাতত আমরা থাকি।
৫৪ নম্বর ঘর বরাদ্দ পেয়েছেন হেমায়েত উদ্দিন। তিনি নিজস্ব বাড়িতে চলে গেছেন। অসহায় ফেরদৌস ও পাখি বেগম দম্পতিকে থাকতে দিয়েছেন।
প্রকল্পের ২৪ নম্বর ঘরটি বরাদ্দ পেয়েছিলেন অসহায় বিধবা বৃদ্ধা নূরভানু। তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। এ সুযোগে বেল্লাল হোসেন এখন ওই ঘরে বসবাস করছেন। তবে লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন বেল্লাল হোসেন।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা সোহরাফ হোসেন বলেন, তৎকালীন আওয়ামী লীগের নেতারা টাকা পয়সা নিয়ে কিছু ঘর ধনীদের বরাদ্দ দেয়। তারা এখানে না এসে বিক্রি করে দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মুজিব শতবর্ষের ৪র্থ পর্যায় প্রকল্পের আওতায় ৬৪টি ঘর নির্মিত হয়েছে। কিন্তু কাজ নিম্নমানের হওয়ায় অনেক ঘরের চাল থেকে বৃষ্টির পানি পড়ে। অধিকাংশ ঘরের প্লাস্টার খসে পড়ছে। উঠে গেছে দেয়ালের রং। নেই রান্নার পানির কোন ব্যবস্থা। এখন হয়নি চলাচলের রাস্তা। একটু বৃষ্টি হলেই ঘরের সামনে জমে পানি। কাদায় একাকার হয়ে যায় পুরা আশ্রয়ন প্রকল্পের পথ। রোদের তাপে অসহ্য গরম লাগে । রান্নার পানির ব্যবস্থা হয়নি এখনো। পাশের খালের পানিও লোনা। লবণ পানি ব্যবহারের ফলে বাড়ছে রোগ বালাই। বৃষ্টিতে ভিজে যাচ্ছে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ভেস্তে যাচ্ছে প্রকল্পের আসল উদ্দেশ্য। দ্রুত এসব সমস্যার সমাধানের দাবি আশ্রয়নবাসীর।
৪৫ নম্বর ঘরের বাসিন্দা মোসা: সাথী বলেন, আমার ঘরে ওঠার সময় পিছনের একটা দরজা ও সামনের একটি জানালা ভাঙ্গা পেয়েছি এবং পিছনের জানালা ছিলো না। এখনও রাস্তা, পানি ও বিদ্যুৎ দেওয়া হয় নাই। এখানে বসবাস করতে চরম দুর্ভোগে পড়েছি।
৪৭ নম্বর ঘরের মালিক তারেক হোসেন জানান, ঘর নির্মাণের সঙ্গে যারা জড়িত ছিলো তারা নিম্নমানের মালামাল দিয়ে কাজ করায় আমাদের এ ভোগান্তি।
৫৯ নম্বর ঘরের উপকারভোগী লালবরু জানান, শুধু একটা ঘর পেয়েছেন। চলাচলের কোন রাস্তা নেই। ঘরের সামনে পানি জমে আছে। চলাফেরায় অনেক কষ্ট হয়।
২৩ নম্বর ঘরের উপকারভোগী ছিদ্দিক মিয়া বলেন, থাকার ঘর হয়েছে। কিন্তু বৃষ্টি হতে হলেই চলাচলের পথে পানি জমে কাদা হয়ে গেছে।
কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রবিউল ইসলাম বলেন, কেউ ঘর বিক্রি করলে তার বরাদ্দ বাতিল করে অসহায় অন্য কাউকে নতুন করে বরাদ্দ দেওয়া হবে।
নাহিদা