ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

টানটান উত্তেজনায় এগুচ্ছে রাত : কি হবে কাল জিরো পয়েন্টে?

প্রকাশিত: ০০:২৯, ১০ নভেম্বর ২০২৪

টানটান উত্তেজনায় এগুচ্ছে রাত : কি হবে কাল জিরো পয়েন্টে?

রবিবার (১০ নভেম্বর) সেখানে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ।সে কর্মসূচি রুখে দিতে রাত থেকেই জিরো পয়েন্টে জড়ো হচ্ছে শত শত ছাত্র-জনতা।

 

এরআগে,  শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পাল্টা কর্মসূচি ঘোষণার পরপরই জিরো পয়েন্টে জড়ো হওয়া শুরু করছেন ছাত্রজনতা।ছাত্রজনতার এই ঢল কি সামলাতে পারবে আওয়ামী লীগ।পুরু ঢাকা জুড়ে দেখা দিয়েছে টান টান উত্তেজনা।কালকে কি হতে যাচ্ছে তারই প্রহর গুণছেন নগরবাসীসহ পুরো দেশ।

 

ফুয়াদ

×