ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১

রফিকুল ইসলাম মাদানী যাবে জিরো পয়েন্টে, পোস্ট শেয়ার হাসনাতের

প্রকাশিত: ২২:৪১, ৯ নভেম্বর ২০২৪

রফিকুল ইসলাম মাদানী যাবে জিরো পয়েন্টে, পোস্ট শেয়ার হাসনাতের

রফিকুল ইসলাম মাদানী ও হাসনাত আব্দুল্লাহ।

ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবার ‌‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে। আগামীকাল রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে দলটি।

আজ শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ডাক দেওয়া হয়েছে। 

এদিকে আওয়ামী লীগকে প্রতিহতের জন্য গুলিস্তান জিরো পয়েন্টে কওমি মাদরাসা ছাত্রদের জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন আলোচিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রফিক মাদানী বলেন, ‘আগামীকাল ১২টায় আমিও থাকব গুলিস্তান জিরো পয়েন্টে। হে প্রিয় কওমি তারুণ্য আসুন, সবাই একসাথে মিলিত হই। মাদরাসা-স্কুল ভেদাভেদ নাই; আমরা সবাই ভাই ভাই!’

অপরদিকে, মাদানীর সেই পোস্ট ফেসবুকে শেয়ার দিয়ে সকলকে আবারও আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এর আগে আওয়ামী লীগ প্রতিরোধে .০০৭ সেকেন্ড সময়ও লাগবে কি না সে বিষয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘কালকে ০.০০৭ সেকেন্ড লাগবে?’

রিয়াদ

×