ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

আলুর দাম ৭০: নেপথ্যের কারণ কী

প্রকাশিত: ১৬:২৪, ৮ নভেম্বর ২০২৪; আপডেট: ১৬:২৫, ৮ নভেম্বর ২০২৪

আলুর দাম ৭০: নেপথ্যের কারণ কী

আলু

দেশের বাজারে আলুর দাম ১০টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৭০টাকা কেজি।

বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া আলু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।

খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে এখন আলুর সরবরাহ কম। যার ফলে পাইকারিতেই বেশি দামে বিক্রি হচ্ছে। আগে আলু পাইকারিতে কেজি প্রতি ৫৪ থেকে ৫৫ টাকায় কেনা গেলেও এখন ৬২ থেকে ৬৪ টাকার নিচে কেনা সম্ভব হচ্ছেনা।

যদিও হিলি স্থলবন্দর দিয়ে ভারতের আলু চলমান রয়েছে, তবুও অতিরিক্ত দামেই বিক্রি হচ্ছে আলু। তিন দিনে হিলি স্থলবন্দরের পাইকারিতে ভারতীয় আলুর দাম পাঁচ থেকে ছয় টাকা করে বৃদ্ধি পেয়েছে।

দাম বৃদ্ধিতে বিপদে আছেন আলুর পাইকারি ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের তথ্যানুযায়ী, গত কয়েকদিনে হিলি স্থল্বন্দর দিয়ে ভারতীয় ৫২ ট্রাকে এক হাজার ৩৭৫ মেট্রিক টনেরও বেশি আলু আমদানি হয়েছে।

তাছাড়া ব্যবসায়ীদের মতে আলুর মৌসুম এখন শেষের দিকে। প্রতি বছরেই এ সময় দাম বাড়ে। তবে এ বছর অতি বৃষ্টি ও ঢলে দুই দফায় আলুর বীজ নষ্ট হওয়ায় সারা বছর আলুর বাজার অস্থিতিশীলতায় কাটছে।

দেশের বাজারে নতুন আলু না আসা পর্যন্ত দাম কমার কোনো লক্ষণ নেই বলে জানান ব্যবসায়ীরা।

 

তানজিলা

×