ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

আমুর আইনজীবীকে মারধর করা হয়নি: ওমর ফারুক

প্রকাশিত: ১৩:৩৪, ৮ নভেম্বর ২০২৪

আমুর আইনজীবীকে মারধর করা হয়নি: ওমর ফারুক

ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। ছবি: সংগৃহীত

হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর রিমান্ড শুনানিকালে তার পক্ষের আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেননি বলে দাবি করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে মহানগর দায়রা জজ আদালতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এমন দাবি করেন পিপি।

পিপি বলেন, ‘বৃহস্পতিবার আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালত নামা দেয়া নিয়ে দুটি পক্ষের মধ্যে আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর একটি পক্ষ আইনজীবী স্বপন রায় চৌধুরীকে আদালত থেকে বের করে দেন।

দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেন রাষ্ট্রেপক্ষের এই পিপি।

এছাড়া, শুনানিকালে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু কোনো প্রকারের হুঁশিয়ারি বার্তা দিয়েছেন কি না তা নিয়েও নিশ্চিত নন ওমর ফারুক ফারুকী। তবে ভবিষ্যতে এজলাসকক্ষে এমন পরিস্থিতি এড়াতে আইনজীবীর বিষয়ে আসামিকেই নিশ্চিতকরণের জন্য জিজ্ঞেস করার পরামর্শ দেন তিনি।

এর আগে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আমির হোসেন আমুর ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।

টুম্পা

×