প্রতিকি তরকারি মিছিলের একটি দৃশ্য। ছবি: জীবন ঘোষ
আজ ৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে দুর্নীতি-চাঁদাবাজি ও সিন্ডিকেট ভেঙ্গে সুপরিকল্পিত পদক্ষেপসহ ৪ দফা দাবিতে প্রতিকি তরকারি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রেরণা বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ ও প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগম। সভাপতিত্ব করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।
প্রতিকি তরকারি মিছিলে সকলে হাতে বিভিন্ন তরকারি নিয়ে দাড়িয়ে ছিল এবং তরকারির গায়ে নানা ক্ষুদে বার্তা ছিল। ছবিতে দেখা যাচ্ছে, এক নারী লাউ হাতে দাড়িয়ে এবং সেখানে লাউয়ের গায়ে লেখা, ‘আমার দাম ১০০ টাকা, দাম কমান,মানুষ বাঁচান’।
নাহিদা