ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মোরগ আকৃতির ভবন!

ইউপিআই

প্রকাশিত: ২৩:০২, ৭ নভেম্বর ২০২৪

মোরগ আকৃতির ভবন!

স্থাপত্য শৈলী ও নান্দনিকতার ছোঁয়ায় তৈরি বিশ্বে অসংখ্য দৃষ্টিনন্দন ভবন রয়েছে

স্থাপত্য শৈলী ও নান্দনিকতার ছোঁয়ায় তৈরি বিশ্বে অসংখ্য দৃষ্টিনন্দন ভবন রয়েছে। সেই মুঘল আমল থেকে বর্তমান যুগেও আধুনিক স্থাপত্য শিল্পের অভিনব সব ভবন আমাদের দৃষ্টি কেড়েছে। হোক সেটা বিশ্বের সর্বোচ্চ উঁচু ভবন বুর্জ খলিফা কিংবা তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের প্রাসাদ। এসব ভবনের আকার-আকৃতি, বিশালতায় বিস্মিত হয়েছে গোটা পৃথিবী। তবে বিশ্বের সবচেয়ে বড় মোরগের আকৃতির ভবন হয়তো এই প্রথমবার শোনা যাচ্ছে। ফিলিপিন্সে ১১৪ ফুট ৭ ইঞ্চি লম্বা এমন একটি ভবন আছে যা গিনেস বুক অব রেকর্ডে নাম লিখিয়েছে। বৃহদাকার মোরগ আকৃতির ভবনটি মূলত ফিলিপিন্সের একটি হোটেল। 
ফিলিপিন্সের নেগ্রোস অক্সিডেন্টালে অবস্থিত ক্যাম্পেস্টোহান হাইল্যান্ড রিসোর্ট তাদের হোটেলের নতুন সংযোজন হিসেবে একটি মোরগ আকৃতির বিল্ডিং তৈরি করেছেন। অভিনব এই ভবন তৈরির আইডিয়া চারপাশে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এ ভবনটিতে মোট ১৫টি শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল কক্ষ রয়েছে।
হোটেলের মালিক রিকার্ডো কানো গোয়াপো তান বলেন, তিনি চান রিসোর্টের নতুন ভবনটি আগত অতিথিদের মনোযোগ আকর্ষণ করুক।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে তিনি বলেন, আমার এমন কিছু তৈরি করার স্বপ্ন ছিল যেটা মানুষের কাছে আজীবন প্রশংসনীয় হয়ে থাকবে। তিনি বলেন, স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনস্বরূপ ভবনটিকে মোরগের আকৃতিতে নির্মাণ করা হয়েছে।
ফিলিপিন্সের সংস্কৃতিতে মোরগকে শান্তি, শক্তির রূপক হিসেবে দেখা হয়। আর এই মোরগ আকৃতির ভবন তাদের এই মনোভাবকেই তুলে ধরে বলে উল্লেখ করেছেন হোটেল মালিক রিকার্ডো কানো গোয়াপো তান ।- ইউপিআই 

×