এবার পাল্টাপাল্টি কর্মসূচি দিল জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদ। শুক্রবার রংপুরে একই দিনে সমাবেশের ডাক দিয়েছে দল দুটি। দুই দলের পালটাপালটি কর্মসূচি ঘিরে চলছে ব্যাপক উত্তেজনা, যদিও দুই পক্ষের নেতারা বলছেন তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন।
তবে জনগণ মনে করছে কর্মসূচি করার অধিকরার থাকলেও তা হতে হবে শান্তিপূর্ণ।
শুক্রবার বিকালে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করবে গণঅধিকার পরিষদ। সেই সমাবেশে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। সমন্বয়ের জন্য দলটি ইতোমধ্যে উপজেলাগুলোতে মতবিনিময় সভা, শুভেচ্ছা মিছিল, ব্যানার, পোস্টার, ফেস্টুন সাঁটানো ও মাইকিং করে যাচেছ।
অন্যদিকে একই দিন বিকালে নগরীর সেন্ট্রাল রোডের জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবে মর্মে ঘোষণা দিয়েছে মহানগর এবং জেলার নেতারা। সেখানে দলটির কো-চেয়ারম্যান, সাবেক সিটি মেয়র ও মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাকসহ মহানগর ও জেলার নেতারা অংশ নেবেন।
দলটির একাধির নেতা বলছেন, রংপুর হচ্ছে দলটির ঘাঁটি। এখানে এরশাদের অসংখ্য সৈনিক ও ভক্ত রয়েছেন। এজন্য দলের নেতাকর্মীর বাহিরেও সাধারণ মানুষজন তাদের সঙ্গে অংশ নেবেন।
ফুয়াদ