রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে পূর্বের পরিষদ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ১৫ সদস্য এই পরিষদের নাম ঘোষণা করা গয়েছে। সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুনর্গঠিত পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার।তিনি রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদারের ভাই।পরিষদের অন্য সদস্য হলো দেব প্রসাদ দেওয়ান, প্রণতি রঞ্জন খীসা, প্রতুল চন্দ্র দেওয়ান, বরুণ বিকাশ দেওয়ান, ক্যওসিংমং, নাইউ প্রু মারমা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, রাঙাবী তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসা বেগম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক।(৪) উপধারা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালিন পরিষদ পুনর্গঠন করেছে।
এতে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অর্ন্তবর্তী পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং এই আইনের সব সংশোধনীর বিধান অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে।
নাহিদা