ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

২২৫ কোটি ৮৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত: ২০:৪৭, ৭ নভেম্বর ২০২৪

২২৫ কোটি ৮৮ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২২৫ কোটি ৮৮ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে। 

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯৮৬ গ্রাম স্বর্ণ, ১৪৩০২টি শাড়ি, ১৫০২৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল/তৈরি পোশাক, ২৭৬৫২ মিটার থান কাপড়, ২৫০,৭২২টি কসমেটিক্স সামগ্রী, ৩১৪৯ ঘনফুট কাঠ, ২২৬৫ কেজি চা পাতা, ৪১৬৭১১ কেজি চিনি, ৪১৩০ কেজি সার, ৮৬৭৫০ ঘনফুট কয়লা, ২০৪৪০টি মোবাইল ডিসপ্লে, ৪০৬৪০টি চশমা, ৯৪২ কেজি সুতা/কারেন্ট জাল, ১৫৩৩৪ কেজি সুপারি, ৯০৯০৪ কেজি রসুন, ১৩১৮ কেজি পিঁয়াজ, ২২৮৮৯ কেজি জিরা, চারটি কষ্টি পাথরের মূর্তি, ২১টি ট্রাক, ২৪টি পিকআপ, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৯টি ট্রলি, ৩৪৭টি নৌকা, ৫৩টি সিএনজি/ইজিবাইক, ৮১টি মোটরসাইকেল এবং ২৪টি বাইসাইকেল।  

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, তিনটি গান জাতীয় অস্ত্র, একটি রাইফেল, একটি রিভলবার, তিনটি গেনেড, একটি রকেট বোম্ব, দুটি ম্যাগাজিন এবং ২৭০ রাউন্ড গুলি। 

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৫,৯০,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, তিন কেজি ১৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১১ কেজি ৮০২ গ্রাম হেরোইন, ২৬,৫৯৯ বোতল ফেনসিডিল, ২১,৬০৫ বোতল বিদেশি মদ, ৪৪৪ লিটার বাংলা মদ, ৯৮৮ ক্যান বিয়ার, ১৪১২ কেজি গাঁজা, ১৪০,১৯৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৭৪,৬৫৬টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪৩৬২ বোতল ইস্কাফ সিরাপ, ১৯ কেজি ৩৩৩ গ্রাম কোকেন, ১৮৫৯ বোতল এমকেডিল/কফিডিল, ৫,৫৪,৫৫৮টি বিভিন্ন প্রকার ঔষধ, ২,২১,৩৪৬টি এ্যানগ্রো/সেনেগ্রা ট্যাবলেট, ২০ বোতল এলএসডি এবং ৭,৫৯,৩৪০টি অন্যান্য ট্যাবলেট। 

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৩ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৪৫ জন বাংলাদেশি নাগরিক ও ২৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ১২৯৮ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদেরকে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।

এম হাসান

×