ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

গ্যাসসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে নৌ-র‍্যালী

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৪:৩৬, ৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১৪:৫২, ৭ নভেম্বর ২০২৪

গ্যাসসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে নৌ-র‍্যালী

এশিয়া ডে অফ অ্যাকশন দিবসে কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের পাশে রাবনাবাদ চ্যানেলে ন্যায্য এবং সমতার ভিত্তিতে গ্যাসসহ সকল জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধের দাবীতে নৌ-র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কলাপাড়াবাসী এবং ওয়াটারকিপারস বাংলাদেশ এর সমন্বয়ে এই নৌ-র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

এই র‍্যালীতে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্সের কলাপাড়া সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মোঃ নজরুল ইসলাম, সংগঠক কামাল হাসান রনি ও জেলে শহীদুল ইসলাম।

তারা জীবাশ্ম জ্বালানির, বিশেষত প্রাকৃতিক গ্যাস ও এলএনজি প্রকল্পের সম্প্রসারণ এবং অর্থায়নের বিরোধিতা করে। দেশে জীবাশ্ম জ্বালানির নির্ভরতার কারণে পরিবেশের ক্ষতি ও দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে।

ওয়াটারকিপার্সের কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু বলেন, " পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ১৩২০ মেগাওয়াট চালু করা হয়েছে। আরও একটি বিদ্যুৎ প্লান্ট চালুর অপেক্ষায় আছে। সেই সাথে গ্যাস আমদানির জন্য পায়রা বন্দর একটি এলএনজি টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। আমরা এসব প্রকল্প দ্রুত বন্ধের দাবি জানায়।"

র‍্যালীতে অংশগ্রহণকারীরা "গ্যাস সম্প্রসারণ বন্ধ কর", "প্রাকৃতিক গ্যাস এবং এলএনজি প্রকল্পে অর্থায়ন বন্ধ কর", "গ্যাস নয়, সমাধান হলো নবায়নযোগ্য জ্বালানি", "কয়লা থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর" এমন দাবি সংবলিত স্লোগান দেন।

এই আন্দোলনের মাধ্যমে দেশকে একটি ন্যায্য, টেকসই, এবং নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে উন্নতির দিকে ধাবিত করার দাবি জানানো হয়

তানজিলা

×